Saturday, September 27, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollমুর্শিদাবাদে দলের বিধায়কের বিরুদ্ধেই সরব হলেন তৃণমূল সদস্য!
Murshidabad

মুর্শিদাবাদে দলের বিধায়কের বিরুদ্ধেই সরব হলেন তৃণমূল সদস্য!

মুর্শিদাবাদে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, দলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল সদস্যের!

ওয়েব ডেস্ক : মুর্শিদাবাদে (Murshidabad) তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার তৃণমূলের (TMC) বিধায়কের বিরুদ্ধেই অভিযোগ করলেন জেলা পরিষদের তৃণমূল সদস্য। বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় কাজ না করার অভিযোগ করেছেন ওই তৃণমূল সদস্য। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

জানা গিয়েছে, মুর্শিদাবাদ (Murshidabad) জেলা পরিষদের তৃণমূল সদস্য আনারুল হক ওরফে বিপ্লব একটি অনুষ্ঠান চলাকালীন ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বিধায়কের বিরুদ্ধে এলাকায় উন্নয়নমূলক কাজ না করার অভিযোগ তুলেছেন।

আরও খবর : ছাব্বিশের প্রাক্কালে কালনা থেকে উদ্ধার ছটি তরতাজা বোমা

জেলা পরিষদের তৃণমূল (TMC) সদস্য আনারুল হকের অভিযোগ, ফরাক্কার মালঞ্চ এলাকা সহ আরও কয়েকটি এলাকায় উন্নয়নের কোন কাজ করেনি বিধায়ক। মানুষ তাকে ভোট দিয়েছে অথচ তিনি কিছু কাজ করছেন না। ফলে ২৬-এর বিধানসভা নির্বাচনে ওই বিধায়ককে টিকিট দেওয়া হবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্য আনারুল হক ওরফে বিপ্লব।

অন্যদিকে আনারুল হকের ওই দাবিকে পাত্তা দিতে নারাজ তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। বৃহস্পতিবার ফরাক্কায় এক বস্তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদমাধ্যমের সামনে তৃণমূল (TMC) বিধায়ক মনিরুল ইসলাম বলেন, আরটিআই করে দেখা হোক বিধায়ক কি কাজ করেছেন, কি করেন নি। তাছাড়া আনারুল হক দলের শৃঙ্খলা মানে না বলে অভিযোগ করেছেন বিধায়ক। বিষয়টি জেলা নেতৃত্বকে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে তিনি জানিয়েছেন, বিধানসভার টিকিট দেবে কি দেবে না সেটা দল সিদ্ধান্ত দল নেবে।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News